Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Under the Annual Sports Programme of 2024-25 fiscal year Autism awarness and sports competition was held.
Details

জেলা ক্রীড়া অফিস, জামালপুরের আয়োজনে সরিষাবাড়ি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সরিষাবাড়ি সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। ক্রীড়া প্রতিযোগিতায় জনাব আফরিন আক্তার মনি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার, জনাব শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, জনাব তৌফিকুল ইসলাম খালেক, স্কুলের প্রধান শিক্ষক জনাব আনিসুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব আবুল হোসেন সরকার, নির্বাহী সচিব সুইড বাংলাদেশ, সরিষাবাড়ি শাখা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।  ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে মোট ১২০ জন বালক বালিকা  অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। তাছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগির হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়েছে।   প্রধান অতিথি বলেন, বাচ্চাদের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিতে হবে। অত্র বিদ্যালয়ের বালক বালিকারা স্পেশাল অলিম্পিকে পূর্বের ন্যায় ভবিষ্যতেও নিজেদের সেরাটা দিয়ে বিজয় ছিনিয়ে আনবে। জেলা ক্রীড়া অফিস, জামালপুর সহযোগিতা থাকবে এই আশা ব্যক্ত করেন জেলা ক্রীড়া অফিসার।




Attachments
Image
Publish Date
28/11/2024
Archieve Date
01/08/2026